সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খুবি উপাচার্যের শোক ও দুঃখ প্রকাশ

275

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণজনিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক বিবৃতিতে তিনি ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত সকলের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনা থেকে দেশের সমুদ্র, নৌ ও স্থল বন্দরসমূহের মাধ্যমে রাসায়নিক/দাহ্য দ্রব্য আমদানি, গুদামজাত ও পরিবহনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।