Khulna University News

সামাজিক সংগঠন বাতিঘর এর পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক সরঞ্জাম প্রদান করা হয়েছে। আজ ২৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বাতিঘর এর এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বৈশ্বিক বাস্তবতায় এখন বিজ্ঞান ও প্রযুক্তি যুগ। তাই আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি মনষ্ক গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান চর্চা খুবই জরুরি। বাতিঘর এর এই উদ্যোগ তিনি গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ কে ফজলুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং বাতিঘর খুলনার সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে স্কুলের ল্যাবরেটরি উদ্বোধন করেন।