Khulna University News

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চ্যান্সেলর সাহাবুদ্দিন আহমদ এর ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক শোক বার্তায় তিনি বলেন, তাঁর সময়কালে বিশ্ববিদ্যালয়ে দু’বার সমাবর্তন অনুষ্ঠিত হয়। তিনি সশরীরে উপস্থিত হয়ে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। শোক বার্তায় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।