প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৫ জুন) সকাল ১০টায় বহুল কাক্সিক্ষত স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন। সরাসরি সম্প্রচারিত উদ্বোধন অনুষ্ঠানটি খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।