Khulna University news

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ০৫ আগস্ট (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১১টায় শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসনিক ভবনের ৪র্থ তলাস্থ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের উল্লিখিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যথাসময়ে নির্দিষ্ট স্থান সমূহে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।