
রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজনে ‘লেক্সিকন প্রেজেন্টস্ ইন্টার-ডিসিপ্লিন কুইজ কম্পিটিশন-২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে লেখাপড়ার পরিপূরক শক্তি হলো সহশিক্ষামূলক কার্যক্রম। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০টি ক্লাব ও সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্রীড়া, বিতর্ক ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হতে পারে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ ও অন্যান্য বিষয়ে পারদর্শী করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, রোটার্যাক্ট ক্লাব নিজেদের অর্থে পরিচালিত একটি সমাজকল্যাণমূলক সংগঠন। তাদের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা বহুগুণে গুণান্বিত হয়ে গড়ে ওঠে। তিনি আগামীতে এ ধরনের কুইজ প্রতিযোগিতার পাশাপাশি রোটার্যাক্ট ক্লাবের অন্যান্য কার্যক্রমের আওতা বৃদ্ধিতে গুরুত্বারোপ। একই সাথে এতো শিক্ষার্থী নিয়ে এ প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রোগ্রাম চেয়ার তামিম হাসান। লেক্সিকন খুলনার পক্ষ থেকে বক্তৃতা করেন ফাহিম রহমান। এ সময় রোটার্যাক্ট ক্লাব খুলনার ইউনিভার্সিটির সভাপতি অজয় মজুমদার ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ২৯টি ডিসিপ্লিনের ’২৪ ব্যাচের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।