
নিজেরাও জ্বালানি তেল ব্যবহারের সিলিং কমালেন উপাচার্য ও উপ-উপাচার্য
সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বর্ধিত ব্যয় সাশ্রয়সহ কয়েকটি বিষয় নিয়ে আজ ১১ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে ব্যয় চিত্র তুলে ধরা হয়। এসময় একাডেমিক কার্যত্রম অব্যাহত রেখে বিভিন্ন রুটে বিভিন্ন সময়ে চলাচলকারী যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করে ৫টি ট্রিপের স্থলে ২টি ট্রিপ কমানোসহ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনাকালে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারের জন্য নির্ধারিত যে জ্বালানি তেলের সিলিং রয়েছে তা থেকে ২০ শতাংশ কমানোর ব্যাপারে স্বপ্রণোদিত সিদ্ধান্ত নেন উপাচার্য ও উপ-উপাচার্য। এছাড়া অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করা এবং অফিস ত্যাগের সময় এসি, ফ্যান, লাইটের সুইচ বন্ধ আছে কিনা তা পর্যবেক্ষণের জন্য অনুরোধ জানানো হয়।