Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের ‘কোলাবরেশন বিটুইন ইয়েল গ্লোবাল হেলথ এন্ড খুলনা ইউনিভার্সিটি অন মিটিগেশন অব মেন্টাল হেলথ ইস্যুজ আন্ডার ক্লাইমেট চেইঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় আজ ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জনগণের উপর মেন্টাল হেলথ অ্যাফেক্ট, পরিবেশ দূষণসহ ইত্যাদি বিষয়ে গবেষণার লক্ষ্যে আলোচনা করা হয়। উপরোক্ত বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের বিষয় আলোচনায় স্থান পায়। সভায় ফান্ডিংয়ের বিষয়ে পরবর্তীতে ইয়েল ইউনিভার্সিটিতে প্রস্তাব পেশ করার বিষয় নিয়েও আলোচনা করা হয়।
দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আবদুল্লাহ হারুন চৌধুরী, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাঃ শওকত আলী খান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।