Khulna University News

আজ ২৬ মার্চ (শনিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে পারস্পারিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। শিক্ষকবৃন্দ সাধারণ শিক্ষাদান ও গবেষণায় ব্যস্ত থাকেন, তাদের পক্ষে নিয়মিত খেলাধুলা সম্ভব হয়ে ওঠেনা। তবে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন ভালো উদ্যোগ, শিক্ষকদের জন্য তা উপভোগ্য হয়ে উঠবে। উদ্বোধনকালে তিনি এক ওভার ব্যাটিং করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোস। সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।