Khulna University News

ওয়ার্ল্ড ক্লিনআপ ডে এন্ড ব্র্যান্ড অডিট-২০২২ ক্যাম্পেইন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহায়তায় এবং এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, পৃথিবীর বহু সভ্যতা বিনাশ অথবা বিলুপ্ত হয়েছে পরিবেশ দূষণের কারণে। আমরা আক্ষরিক অর্থে পরিবেশ নিয়ে যত গুরুত্ব দেই বা কথা বলি বাস্তবে ভূমিকা পালন করি কম। প্লাস্টিক পার্টিকেল বা অন্য অনেক উপকরণ ও মাধ্যমে নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে। আর শেষ পর্যন্ত তা প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলছে যার জন্য পরিবেশ নানাভাবে ক্ষতির সম্মুখীন। অথচ জনসচেতনতা ও দায়িত্বশীলতা এক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। যদিও তা একদিনে অর্জন সম্ভব নয়। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ক্যাম্পাসে ময়লা-আবর্জনা ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তর করা হবে। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিমাসের একটি নির্ধারিত দিনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে কর্মসূচি পালনের উপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের প্রতি তাদের সহপাঠীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এক্ষেত্রে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনকে সবিশেষ ভূমিকা গ্রহণের আহ্বান জানালে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সমস্বরে তাতে ইতিবাচক সাড়া দেন। এ ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণের জন্য ইএসডিওকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন ও ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান নুজহাত ফাতেমা। অনুষ্ঠান সমন্বয় ও সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক সহকারী অধ্যাপক বায়জিদ খান।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে প্রাপ্ত প্লাস্টিক পার্টিকেলের নমুনা সংগ্রহ করা হয়।