Khulna University News
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিডিঅ্যাপস্ ইভেন্টে লজিস্টিক্যাল এবং কো-অর্ডিনেশন সাপোর্ট দেওয়ার লক্ষ্যে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ১৪ জুন (বুধবার) দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রবি আজিয়াটা লিমিটিডের পক্ষে স্বাক্ষর করেন চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। এমওইউ স্বাক্ষর শেষে তা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপাচার্য বলেন, এই এমওইউ স্বাক্ষরের ফলে মোবাইল অপারেটর কোম্পানি রবি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাবিধ সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে বিডিঅ্যাপস্ ইভেন্টে লজিস্টিক্যাল এবং কো-অর্ডিনেশন সাপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া রবিতে ইন্টার্নশিপের সুযোগ ও ক্যারিয়ার মেলা তাদের ছাত্রাবস্থা থেকেই চাকরি পেতে এবং গবেষণা কার্যক্রমে সাহায্য করবে। এ ধরনের উদ্যোগ দেখে অন্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ-দেশপ্রেমিক জনশক্তি তৈরি হবে। তিনি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় রবি আজিয়াটা লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান।
দুই বছর মেয়াদী এই এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিডিঅ্যাপস্ ইভেন্টে লজিস্টিক্যাল এবং কো-অর্ডিনেশন সাপোর্ট, যোগ্য শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ও ক্যারিয়ার মেলায় নিয়োগ বুথ স্থাপন, রবি’র স্পন্সরকৃত কার্যক্রমে অগ্রাধিকার এবং শিক্ষার্থীদের এক্সপোজার, ডেভেলপারদের বিভিন্ন প্রচারণামূলক ইভেন্ট ও কার্যক্রমে অগ্রাধিকার প্রদান করা হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এবং রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ সালাহ উদ্দীন, ম্যানেজার রেজওয়ান আরেফীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।