বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

284

আগামী ৩০ চৈত্র ১৪২৮ (১৩ এপ্রিল) বুধবার চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ ১৪২৯ (১৪ এপ্রিল) বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে – ৩০ চৈত্র বিকাল সাড়ে ৩টায় ঘুড়ি উৎসব, পহেলা বৈশাখ সকাল ৭.৪৫ মিনিটে বর্ষ আবাহন, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা এবং সকাল ৯.৪৫ মিনিট থেকে লাঠিখেলা, ম্যাজিক শো, বানরখেলা ইত্যাদি। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।