আগামী ২৫ সেপ্টেম্বর (রবিবার) থেকে ঢাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আন্তঃবিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এ অংশগ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ছাত্র ও ছাত্রী ব্যাডমিন্টন দল গঠন করা হয়েছে।
ছাত্রদের দলে রয়েছেন এনভায়রমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ৩য় বর্ষের ছাত্র মো. তানজিম হাসান এবং স্থাপত্য ডিসিপ্লিনের ৪র্থ বষের ছাত্র এহসানুল ইসলাম ইমন। ছাত্রীদের দলে রয়েছেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২য় বর্ষের ছাত্রী ইফফাত আরা রহমান এবং ফার্মেসী ডিসিপ্লিনের মোছাঃ রিফাত তামান্না।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।