
মহান বিজয় দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বিকেল সাড়ে ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে একযোগে শপথবাক্য পাঠ। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলার পাদদেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উপস্থিত সকলে সম্প্রচারিত জাতীয় সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নিজেরাও কন্ঠ মেলান। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর শপথবাক্য পাঠ করেন। এসময় একই সাথে একযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানটি ছিলো খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ।