Khulna University News

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃতুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করে বিবৃতি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া ছিলেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী। নির্মোহ ও সাদাসিধে জীবনযাপনের পথিকৃৎ প্রথিতযশা বিজ্ঞানী ড. ওয়াজেদ সারাজীবন গবেষণায় নিবেদিত ছিলেন। বাংলাদেশ একদিন পরমাণু শক্তিকে জনগণের কল্যাণে সুচারুভাবে ব্যবহার করবে- এমন স্বপ্ন তিনি সারাজীবন দেখেছেন। নিবেদিতপ্রাণ মহান ও নীতিনিষ্ঠ এই বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’
এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকীতে আজ ০৯ মে (মঙ্গলবার) বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।