Khulna University News

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আগামী ০৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ (যথা: বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, এস্টেট, আইসিটি সেল ও মেডিকেল সেন্টার) যথারীতি চালু থাকবে। এছাড়া আবাসিক হলগুলো ০৬ জুলাই সকাল ৯টা থেকে ১৩ জুলাই সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখ্য, বৈদেশিক ও বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীরা আবেদন সাপেক্ষে স্ব স্ব হলে নিজ নিজ ব্যবস্থাপনায় থাকতে পারবে।
বিশেষভাবে উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন আগামী ০১-০৩ জুলাই ২০২২ খ্রি. তারিখ বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনটি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অনুষ্ঠানের দিনগুলোতে (সাপ্তাহিক ছুটিসহ) উপাচার্যের দপ্তর, উপ-উপাচার্যের দপ্তর, রেজিস্ট্রারের কার্যালয়, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, আইসিটি সেলসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ যথারীতি খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।