
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো যেকোনো ফরমেটে তাদেরকে পরাজিত করা টাইগার ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের বিষয়। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসাথে তিনি জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়সহ কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।