বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ ২৪ অক্টোবর (সোমবার) বেলা ২টার পর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের ক্লাস এবং অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামীকাল ২৫ অক্টোবর (মঙ্গলবার) ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে অফিস যথারীতি খোলা থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ (যেমন: বিদ্যুৎ, পানি সরবরাহ, অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম) চালু থাকবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানকারী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। দুর্যোগকালীন সহযোগিতা ও বিশেষ প্রয়োজনে সিকিউরিটি হটলাইন (০১৭৯৯-২১৩৯৩৯) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।