
জীববিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী কর্তৃক পরিচালিত গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার উদ্দেশ্যে বিগত বছরের মত এবছরও আন্তর্জাতিকভাবে স্বীকৃত 3MT (Three Minute Thesis) Competition আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণে ইচ্ছুক জীব বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতক (৩য় ও ৪র্থ বর্ষ ) এবং স্নাতককোত্তর বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়মাবলী অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরম পূরন করে আগামী ২০/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে ০৩/০৮/২০২৩ খ্রি. তারিখের মধ্যে ডিন, জীববিজ্ঞান স্কুলের কার্যালয়ে জমা দিতে হবে।