Khulna University News

উপাচার্যের সাথে ডিএএডি জার্মানির প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আজ ১৯ অক্টোবর (বুধবার) বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডিএএডি জার্মানির প্রতিনিধিবৃন্দ। সাক্ষাতকালে প্রতিনিধিবৃন্দ জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ সুবিধার বিভিন্ন দিক তাঁকে অবহিত ধরেন। উপাচার্য প্রতিনিধিদেরকে শুভেচ্ছা জানান এবং ডিএএডি স্কলারশিপে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ইতোমধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন বলে উল্লেখ করেন। তিনি এই স্কলারশিপ কার্যক্রমে এ বিশ্ববিদ্যালয়ের আরও বেশি সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী সুবিধা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে দুপুর ২টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ডিএএডি জার্মানের বাংলাদেশে নিযুক্ত রিসার্চ অ্যাম্বাসেডর খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা রানার আয়োজনে এবং ছাত্র বিষয়ক পরিচালক ও দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহায়তায় জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ সুবিধার বিভিন্ন দিক নিয়ে একটি ইনফরমেশন সেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রফেসর ড. রুমানা রানা খুলনা বিশ্ববিদ্যালয়ে এই মতবিনিময় আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ প্রাপ্তিতে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ডিএএডি জার্মানির সাথে এ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ কয়েক বছর সুসম্পর্ক রয়েছে এবং গঠিত অ্যালামনাই সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন।
সেশনে বক্তব্য রাখেন ডিএএডি, দিল্লির সিনিয়র এ্যাডভাইজার (পাবলিক রিলেশনস এন্ড কমিউনিকেশন) অদিতি গোসাভি। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ডিএএডির রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। আরও বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনস অব জার্মান ইউনিভার্সিটিস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মোঃ  নাজমুস শাহাদাত। পরে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।