খুলনা বিশ্ববিদ্যালয় (কেইউ) স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের সভা আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের এডিটর ইন চিফ উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায়  খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজে প্রকাশনার জন্য জমা পড়া গবেষণা নিবন্ধ প্রকাশ, ইনডেক্সিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য কেইউ স্টাডিজের কার্যক্রম গতিশীল হওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান। এ ছাড়া কিভাবে কেইউ স্টাডিজ এর ইনডেক্সিং করা যায়, কিভাবে আরও আন্তর্জাতিক পর্যায় থেকে আর্টিকেল আসে, কিভাবে বিদেশি গেস্ট এডিটর যুক্ত করা যায় সেসব দিকে উপাচার্য বিশেষ দিকনির্দেশনা দেন। সভায় উপাচার্য বিগত দিনে যারা অক্লান্ত পরিশ্রম করে কেইউ স্টাডিজকে একটি পর্যায়ে নিয়ে গেছেন তাদেরকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান।
সভায় আরও বক্তৃতা করেন বোর্ডের এডিটর ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভায় এডিটরিয়াল বোর্ডের নির্বাহী সম্পাদক প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন আলোচ্যসূচি উপস্থাপন করেন।
এ সময় এডিটরিয়াল বোর্ডের এসোসিয়েট এডিটর প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস, প্রফেসর ড. মোঃ নূর আলম, প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, এডিটর প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, প্রফেসর ড. মোঃ শামীম আহসান, প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার, প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমান, প্রফেসর ড. মোঃ ইমদাদুল ইসলাম উপস্থিত থেকে খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজকে আরও বেশি সমৃদ্ধ করতে মতামত ব্যক্ত করেন।