খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

204

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ আজ ০৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। বেলা ১১.৩০টায় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শেখ আমির হোসেন, শিক্ষা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক কল্যাণী বাইন, সহকারী অধ্যাপক মো. ফজলে রাব্বী এবং প্রভাষক রুবাইয়া শারমিন। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।