খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার করা হয়েছে। আজ ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এসময় তিনি স্কুল-কলেজে সহশিক্ষাকার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। কোমলমতি শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষাকার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে তিনি সে প্রত্যাশা করেন।
বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর এ কে ফজলুল হক, সদস্য প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও প্রফেসর রামেশ্বর দেবনাথ।