Khulna University News

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইফতার মাহফিল আজ ১৮ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় শিক্ষক ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতারপূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় নিজেদের মধ্যে সম্প্রীতি, শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে খুলনা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে চাই। সবসময় আমরা যেনো নিজেদের মধ্যে পারস্পরিক কল্যাণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি। তিনি আরও বলেন, শিক্ষক সমিতি বছরে কোনো এক উপলক্ষে একবার ফ্যামিলি ডে পালন করতে পারে যেখানে সপরিবারে সবাই উপস্থিত হতে পারে। এর ফলে নিজেদের মধ্যে পরিচিতি বাড়ে ও বন্ধন জোরদার হয়। তিনি ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান। ইফতার পূর্বে সবাইকে স্বাগত জানান সমিতির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ সমিতির নির্বাহী কমিটির এবং সাধারণ সদস্য শিক্ষকবৃন্দ ইফতারে শরিক হন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যাললেয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।