Khulna University
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের অধিকতর স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে আজ ০৪ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী (বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়েসহ) ১৩টি বিষয়ে পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসাসেবা ক্ষেত্রে আগামী ৫ বছরের জন্য বিশেষ সুবিধা পাবেন।
সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ আবু আসফার। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. কানিজ ফাহমিদা, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তফা কামাল, পরিচালক (হাসপাতাল) ডাঃ এম. এ. আলী, ম্যানেজার (এডমিন এইচ আর) মোঃ হামিদুল ইসলাম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here