আজ ১৮ জুলাই (সোমবার) বিকাল সাড়ে ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস) এর প্রতিনিধি দল।
সৌজন্য সাক্ষাতকালে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ আইইএন্ডইএস ও বেডস্ এর যৌথ উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে সহযোগী পার্টনার হিসেবে ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণের বিষয়টি উপাচার্যকে অবহিত করেন। এছাড়া ওই সম্মেলনের ভেন্যু খুলনা বিশ্ববিদ্যালয়ে করার বিষয়ে তাঁরা আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে জীববিজ্ঞান স্কুলের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহ এবং রসায়ন ডিসিপ্লিনের সমন্বয়ে একটি সভার মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য-উদ্দেশ্য ও উল্লেখযোগ্য দিক নির্ধারণের পরামর্শ দেন। যাতে করে খুলনা বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিনিধি দলের সদস্যবৃন্দ এসময় উপাচার্যকে স্মারক উপহার প্রদান করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও সুন্দরবনের ওপর তাঁর রচিত গ্রন্থের কপি প্রতিনিধি দলকে উপহার হিসেবে প্রদান করেন।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইএন্ডইএস’র সেক্রেটারি ড. দেবব্রত মুখার্জি, এ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর অরূপ কুমার মিত্র ও আইইএন্ডইএস’র কোষাধ্যক্ষ মিসেস শ্রেয়সী রায়। এসময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।