Khulna University

আজ ০১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) এর খুলনা চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। কমিটির নেতৃবৃন্দ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিআইপির সদস্যবৃন্দ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নে পরিকল্পনাবিদদের ভূমিকা উল্লেখ করেন। এসময় তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের পরিকল্পনাবিদদের জাতীয় উন্নয়নে বিভিন্ন পর্যায়ে সুনাম ও দক্ষতার সাথে কাজ করার বিষয়টি তুলে ধরেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথেও বিভিন্ন কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য বিআইপি খুলনা চ্যাপ্টারের সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ দিয়ে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন। খুলনা বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলের এবং জাতীয় পর্যায়ের যেকোনো ক্ষেত্রে/উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয় সহযোগিতার জন্য প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, বিআইপি খুলনা চ্যাপ্টারের সদস্যবৃন্দ সকলেই ইউআরপি ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট এবং তারা কেসিসি, কেডিএসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিআইপি খুলনা চ্যাপ্টারের সভাপতি আবির উল জব্বার, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ও সদস্য (প্রোগ্রাম) আসিফ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here