Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর শামসুল আজিজ। আজ ০৪ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালযের উত্তরোত্তর সমৃদ্ধি ও উপাচার্যের কুশল কামনা করেন। তিনি খুলনা শিপইয়ার্ডের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপাচার্যকে উপহার প্রদান করেন। উপাচার্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সম্প্রতি শিপইয়ার্ড সফরকালে তাঁর আন্তরিকতার প্রশংসা করেন। উপাচার্যও তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।