আজ ১৯ ডিসেম্বর রোববার বিকেল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান। কেডিএর নবনিয্ক্তু চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, খুলনার উন্নয়নে বিশ্ববিদ্যলয় এবং কেডিএ যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহায়তা সবিশেষ ভূমিকা রাখতে পারে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেডিএর প্রত্যাশিত যেকোনো বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন। উপাচার্য কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানকেও বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট উপহার দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, কেডিএর নগর পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভির আহমেদ এবং স্থপতি জিনিয়া হক পিংকি উপস্থিত ছিলেন।