Khulna University News

আজ ২৯ জানুয়ারি (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ প্রেজেন্ট অনুষ্ঠান ‘রিসার্চ পোস্টার ডে ২০২৩’ অনুষ্ঠিত হয়। সিএসই ডিসিপ্লিনের করিডোরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। উদ্বোধন করেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। ডিসিপ্লিনের সকল শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দুপুর ১টা পর্যন্ত ১৪টি রিসার্চ পেপার প্রেজেন্ট করা হয়।
অপরদিকে পরে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৮ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।