
চতুর্থ শিল্প বিপ্লবের উপর ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে আজ ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ক্লাব CLUSTER এর আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং বিষয়বস্তুর উপর সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করেন সিএসই ডিসিপ্লিনের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে অস্ট্রেলিয়ার CSIRO রিসার্চ ইনস্টিটিউটের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কর্মরত গবেষক ড. সজীব কুমার সাহা। তিনি চোখের নানাবিধ অসুখ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্ণয় করার ওপর গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন।
সেমিনারটি পরিচালনা করেন প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী। সেমিনারে প্রধান বক্তা ড. সজীব কুমার সাহাকে সিএসই ডিসিপ্লিন এবং CLUSTER এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ এবং CLUSTER এর উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।
অতিথিবৃন্দ চতুর্থ শিল্প বিপ্লব এর উপর নিয়মিত সেমিনার আয়োজনের ব্যাপারে ক্লাসটার ক্লাবকে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সিএসই ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এবং আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।