Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সাথে বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গোলাম মোতাসিম বিল্লাহ। এমওইউ স্বাক্ষর শেষে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
আজ ২১ জুন (বুধবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান সকলেই বাংলাদেশের উন্নয়নে বদ্ধ পরিকর। আমরা যে উন্নত, আধুনিক, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি, তা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীদের জীবিকার জন্য অনেক ধরনের গবেষণা হলেও এর আশানুরূপ ফলাফল পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে আরও বেশি গবেষণা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সাথে সামাজিক প্রতিষ্ঠান বা সংস্থার কোলাবরেশনের মাধ্যমে অভিজ্ঞতা-গবেষণালব্ধ ফলাফল বিনিময় সম্ভব হয়। তিনি এই এমওইউ স্বাক্ষরের জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গোলাম মোতাসিম বিল্লাহ, সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. তুহিন রায়। এসময় সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষ থেকে প্রকাশিত স্যুভেনির উপাচার্য ও ট্রেজারারকে উপহার দেওয়া হয়। এসময় উপাচার্য ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
স্বাক্ষরিত এমওইউতে শহর এবং গ্রামীণ অঞ্চলে সহযোগিতামূলক গবেষণা প্রকল্প, সেমিনার, সম্মেলন ও প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা, দলিত সম্প্রদায়ের চাকরির বাজার ও যোগসূত্র চিহ্নিত করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা, তাদের (দলিত সম্প্রদায়) মানবিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে ফ্যাক্ট শিট তৈরি, জলবায়ু পরিবর্তনজনিত এলাকার জন্য সহনশীল জীবিকা খুঁজে বের করতে যৌথ শিক্ষা কার্যক্রম পরিচালনা, উভয় প্রতিষ্ঠানের স্বার্থে একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়, তহবিলযুক্ত গবেষণা প্রকল্পের জন্য সরকার/জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা/অন্যান্য প্রতিষ্ঠানের কাছে যৌথ প্রস্তাব প্রস্তুত করা এবং জমা দেওয়া, গবেষণা, প্রশিক্ষণ এবং প্রকাশনার জন্য যৌথ তত্ত্বাবধান পরিচালনা, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি সদস্যদের ইন্টার্নশিপ এবং দেশে ও বিদেশে প্রাসঙ্গিক কর্মশালা ও সেমিনারে যোগদানের জন্য উভয়কে সহায়তা করার বিষয় উল্লেখ রয়েছে।