Khulna University News

খুবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাইক্রোটিচিং এন্ড সিমুলেশন ল্যাবের উদ্বোধন করলেন উপাচার্য আজ ২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখ বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের দ্বিতীয় তলায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাইক্রোটিচিং এন্ড সিমুলেশন ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। প্রথমে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন এবং পরে ফিতা কেটে ল্যাবের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষা প্রদানের ক্ষেত্রে নানাবিধ কৌশল ও উদ্ভাবনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান লাভের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা ভালোভাবে তা গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে এবং কাজে লাগাতে পারে তা গুরুত্বপূর্ণ। শিক্ষা ও গবেষণায় নতুন নতুন কৌশলের সন্ধান দেওয়া, উপায় খুঁজে বের করা, সৃজনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আইইআর শিক্ষা ও গবেষণা করে থাকে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইইআরকে দেশ-বিদেশের মধ্যে অবস্থান তৈরি করার জন্য শিক্ষকদের প্রতি নিরলস প্রচেষ্টার আহবান জানান।

এসময় ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ কে ফজলুল হক, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।