Khulna University

আজ ০১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার বিকাল সাড়ে ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পুরোটাই অনলাইনে সম্পন্নের লক্ষ্যে আইসিটি সেল কর্তৃক প্রস্তুতকৃত ডেমো প্রদর্শন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন উক্ত ডেমো প্রত্যক্ষ করেন এবং কয়েকটি দিকে পরামর্শ দেন। তিনি এ ডেমো প্রস্তুত করার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা যুগের চাহিদা অনুযায়ী পুরোপুরি অটোমেশনে নিয়ে যেতে চাই। এজন্য ইতোমধ্যে ই-ফাইলিং এবং শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের ডেমো প্রদর্শন এবং অন দ্য স্পট দু’টি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের দ্বিতীয় টার্ম রেজিস্ট্রেশনের মাধ্যমে পাইলটিং হিসেবে এর যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে খুব অল্প সময়ের মধ্যেই সকল ডিসিপ্লিনে শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধার ফলে শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকেই তাদের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে এবং সংশ্লিষ্ট যাবতীয় বিষয় তারা অবহিত থাকতে পারবে।
এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি, আইসিটি সেলের পরিচালক ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কোর্স কো-অর্ডিনেটর এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।