
আজ ০৫ জানুয়ারি ২০২২ খ্রি. বুধবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে ‘Insight into Bacterial Molecular Mechanisms for Establishment of Infection by Next Generation Sequencing’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্পিকার হিসেবে বিষয়বস্তুর উপর প্রেজেন্টেশন উপস্থাপন ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিন এর পোস্ট-ডক্টরাল রিসার্চার ড. এ কে এম ফিরোজ মাহমুদ। সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজিই ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল। অনলাইনে যুক্ত থেকে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হার্ভার্ড মেডিসিন স্কুলের শিক্ষক ড. বিপ্লব চন্দ্র পাল।
সেমিনারে বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জুলফিকার হোসেন, ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
চতুর্থ শিল্প বিপ্লবে আইসিটি এবং বায়োটেকনোলজির ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি উদ্বুদ্ধকরণের মাধ্যমে নানা বিষয় ও ক্ষেত্রে কাজ করার পরিবেশ তৈরি এ সেমিনারের লক্ষ্য। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের সহায়তায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জুলফিকার হোসেন, ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
চতুর্থ শিল্প বিপ্লবে আইসিটি এবং বায়োটেকনোলজির ওপর সবিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি উদ্বুদ্ধকরণের মাধ্যমে নানা বিষয় ও ক্ষেত্রে কাজ করার পরিবেশ তৈরি এ সেমিনারের লক্ষ্য। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের সহায়তায় অনুষ্ঠিত হয়।