Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব হলের অঙ্গনে একটি ব্যাডমিন্টিন খেলার কোর্ট উদ্বোধন করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে এ কোর্টটি উদ্বোধন করেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন প্রফুল্ল না থাকলে সৃজনশীল কিছু করা যায় না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন একসাথে বহু সংখ্যক উন্নয়ন কাজ চলছে। হলের এই কোর্টটি নির্মাণের ফলে আবাসিক মেয়েদের আউটডোরে খেলাধূলার সুযোগ বাড়লো। বিশ্ববিদ্যালয়ে আরও সুযোগ-সুবিধা বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

এসময় আরও বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগমের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানের পর উপাচার্য খেলার উদ্বোধন করেন।