Khulna University News
খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গতকাল শুক্রবার রাতে ১৭৯ জন নতুন সিটপ্রাপ্ত ছাত্রদের ‘ইনডাকশন ইভেন্ট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে ছাত্রদের সাথে সকল সহকারী প্রভোস্ট ও কর্মচারীদের নিয়ে ত্রিপক্ষীয় ওয়ার্কশপ সঞ্চালনা করেন হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত। তিনি এই ওয়ার্কশপে হল তথা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয় নানা দিক উপস্থাপন করেন। এছাড়াও ছাত্ররা কিভাবে তাদের চাহিদা ও সমস্যাগুলো সমাধান করতে পারে তার দিক নির্দেশনা দেন। হল কর্তৃপক্ষ মনে করে যে, ছাত্রদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের এই ভিন্নধর্মী কর্মশালার ব্যাপারে ইতিবাচক মনোভাব হলের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করবে।