Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় নবীনবরণ উপলক্ষ্যে ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘ দেড় বছরের করোনা মহামারীর দুঃসময় দূর করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পেরেছে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা আশাকরি সামনের দিনগুলো আরও রঙিন হবে, উজ্জ্বল হবে।
শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জামিল আহমদ শিল্পী, গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসসহ শিক্ষকবৃন্দ, ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। নবীনবরণ উপলক্ষ্যে সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।