আজ ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠক করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় তিনি প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শোনেন এবং চলমান সকল প্রকল্পের কাজ সঠিকভাবে তত্ত্বাবধানের মাধ্যমে ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে প্রকৌশল দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত এক বছরেরও বেশি সময় করোনাসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ায় লক্ষ্য অনুযায়ী প্রকল্পের কাজ এগোয়নি। এই স্থবিরতা কাটিয়ে উঠে সকল প্রকল্পের কাজে এখন গতিশীলতা সৃষ্টি হয়েছে। এটা অব্যাহত রেখে কাজ সম্পন্ন করে আমাদের দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। বর্তমানে চলমান প্রকল্প বাস্তবায়নে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ জানান উপাচার্য।
বৈঠকে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক, উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ), নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ নওরোজ, সহকারী প্রকৌশলী (সিভিল) সেখ মোঃ সাইফুল আলম বাদশা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, প্রশান্ত কুমার দাশ, শুভাশিষ পাল, সিনিয়র ইলেক্ট্রিশিয়ান মোঃ আবু বকর মিয়া প্রমুখ। বৈঠকে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ধরনের বৈঠক আয়োজন করায় প্রকৌশল বিভাগের পক্ষ থেকে উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।