
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো নতুন ক্রয়কৃত ১৬ আসনের এসি মাইক্রোবাস। আজ ১৬ জুলাই (রবিবার) দুপুর ১২.৩০ মিনিটে ফিতা কেটে নতুন গাড়িটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উপাচার্য এসময় গাড়িটি পর্যবেক্ষণ করেন। এর আগে সরবরাহকারী প্রতিষ্ঠান নাভানা কোম্পানী গাড়িটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে।
উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে এখনো যানবাহনের সংকট রয়েছে এবং বিশেষ করে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি এখনও সংস্থান সম্ভব হয়নি। এ অবস্থায় পরিবহন পুলে নতুন এই মাইক্রোবাসটি যুক্ত হওয়ায় পরিবহনের সমস্যা কিছুটা দূর হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, পরিবহন পুলের উপ-প্রধান প্রকৌশলী মো. শাহ নওরোজসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।