কাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের নিচু জমিতে বালু ভরাটের চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২.৪৫ মিনিটে তাঁরা আকস্মিকভাবে এ কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে উপাচার্য ও উপ-উপাচার্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে বালু ভরাট কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশ্যে উপাচার্য ও উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত নিচু জমিতে বালু ভরাটের কাজ চলছে তা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আরও কোনো সময় বৃদ্ধি করা হবে না। এর পাশাপাশি মেইনগেট থেকে অদম্য বাংলা পর্যন্ত সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ নির্ধারিত মার্চ-এপ্রিল মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, উপ-প্রধান প্রকৌশলী মোঃ সামিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী রিফাত হোসেন, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার দাশ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মুন্না এন্টারপ্রাইজের গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।