Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন বাগেরহাটের গভর্নমেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১৪(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। আজ ১৬ আগস্ট ২০২২ খ্রি. তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন ফ্যাক্সযোগে বিশ্ববিদ্যালয়ে অপরাহ্নে পৌঁছেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ০৯ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এর কর্মমেয়াদ শেষ হয়।