খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন টিএসসি এবং অডিটরিয়াম ভবনের কনসালট্যান্ট নির্বাচন ও প্রকল্প সংশ্লিষ্ট আনুসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা সভা আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় আলোচনা শেষে সিঙ্গেল সোর্স সিলেকশন পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ডিজাইন কনসালট্যান্সি ইউনিট (আরডিসিইউ) কে দুটি প্যাকেজে পরামর্শক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। সভায় জিমনেশিয়াম সংলগ্ন পুকুরকে সুইমিং পন্ড বানানোর লক্ষ্যে এবং আশপাশের ল্যান্ডস্কেপিং ডিজাইন সম্পাদন, পুকুরের দক্ষিণ পাশে ওয়াকওয়ে ও রেলিং এর ব্যবস্থা এবং পশ্চিম পাশে মুসল্লিদের জন্য ওজু করার ঘাটের ব্যবস্থাকরণ, টিএসসি ও মসজিদের মাঝধানে ন্যাচারাল বাফার জোন তৈরি করার জন্য আরডিসিইউকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া টিএসসি ভবনের যাবতীয় কাজ এক সপ্তাহের মধ্যে চালু করা এবং অদম্য বাংলা সংলগ্ন ল্যান্ডস্কেপিংয়ের কাজ অতিদ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল আলম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রায়হান আলী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. খসরুল আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শরীফ মোহাম্মদ খান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এটিএম মাসুদ রেজা, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খান, সহকারী অধ্যাপক মোঃ আজহারুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল আলম বাদশা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান।