Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সংলগ্ন খননকৃত নতুন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ ১৬ জুলাই (রবিবার) দুপুর ১২.৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে জাপানি কৈ-কার্প মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, কৈ-কার্প মাছের শরীর জুড়ে রয়েছে অপূর্ব রঙের কারুকার্য। এই মাছগুলো ছোট এ্যাকুরিয়ামে হোক অথবা ছোট পুকুরে লালন-পালন করা হয়। এই মাছ দেখতে অনেক সুন্দর। এটি আমাদের দৃষ্টির সামনে এলেই আমাদের মন আনন্দে ভরে উঠে ও মনে প্রশান্তি আনে। ক্যাফেটেরিয়ার পাশের খননকৃত নতুন লেকে এই মাছগুলো সৌন্দর্যবর্ধন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।