আজ ২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির অটোমেশনে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অমিত রায় চৌধুরী এবং ঠিকাদারের পক্ষে মেসার্স ইলেক্ট্রো হোমের প্রোপাইটর মো. ইলিয়াস মোল্লা। এই পর্যায়ে অটোমেশনে চুক্তিমূল্য ১ কোটি সাড়ে ৫৭ লাখ টাকার বেশি। পরে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের উপস্থিতিতে চুক্তিপত্র উভয় পক্ষের মধ্যে হস্তান্তর করা হয়। উপাচার্য নির্ধারিত সময়ের মধ্যে অটোমেশনের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।