খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের ইন্টারেক্টিভ ডিসপ্লে বোর্ড আজ ০৩ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে হস্তান্তর করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম মসজিদ কমিটির নবগঠিত কমিটির সভাপতি ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. শরিফ মোহাম্মদ খানের নিকট হস্তান্তর করেন। কেন্দ্রীয় জামে মসজিদকে আধুনিকায়নের অংশ হিসেবে ইন্টারেক্টিভ ডিসপ্লে বোর্ডে ধর্মীয় বিভিন্ন রীতি-নীতি, দোয়া, রমজান মাসের ফজিলত, মসজিদ সংশ্লিষ্ট নোটিশ প্রদর্শন করা হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস, প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।