Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের লক্ষ্যে ইরাসমাস প্লাস কেএ১৭১ স্টাফ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আজ ০৮ মে (সোমবার) দুপুর ২.৩০ মিনিটে ‘তুর্কিয়ে অ্যাজ এ ট্যুরিজম ডেস্টিনেশন’ (Turkiye as a tourist destination) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত এ সেমিনারে তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও পর্যটনের নানা দিক তুলে ধরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম গাইডেন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. হেদায়েত কিশলালি। এসময় তিনি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের বিষয়টিও তুলে ধরেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এফডব্লিউটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। সেমিনারটি সঞ্চালনা করেন এফডব্লিউটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। সেমিনারে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।