
আজ ২১ মার্চ (মঙ্গলবার) সকাল ১০.১৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের নতুন তৈরিকৃত স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা-গবেষণার জন্য উন্নত পরিবেশ ও সুবিধা নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিনে ইতোমধ্যে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সব ডিসিপ্লিনে এ সুযোগ-সুবিধা চালু করা হবে। উপাচার্য সশরীরে ক্লাস নেওয়ার পাশাপাশি আধুনিক সুবিধা সম্বলিত এ ক্লাসরুমে দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ-গবেষকদের আমন্ত্রণ করে ভার্চুয়ালি ক্লাস নেওয়ার ব্যাপারে ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রাক্তন সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. ওবায়দুল্লাহ হান্নান ও সিনিয়র শিক্ষক প্রফেসর ড. এ কে ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। এসময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।