খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতাধীন আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার ফোকাল পয়েন্ট ও পুনর্গঠিত বিভিন্ন বিকল্প ফোকাল পয়েন্ট এবং কমিটির সদস্যদের সমন্বয়ে স্টেকহোল্ডারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সভায় ২০২২-২০২৩ অর্থবছরের নির্দেশিত এপিএ’র শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন, প্রশিক্ষণার্থী নির্বাচন, শিডিউল তৈরি ও অন্যান্য কার্যক্রম গ্রহণ, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন ও কার্যক্রম গ্রহণ, সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ আয়োজন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন, তথ্য অধিকার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ আয়োজন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুনসহ গঠিত বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।