
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩ আজ ২৫ জুলাই (মঙ্গলবার) শুরু হয়েছে। দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। সঞ্চালনা করেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির।
তিনটি ইভেন্টের মাধ্যমে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সপ্তাহ শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃতি, সঙ্গীত (দেশাত্মবোধক ও আধুনিক), উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি), তাৎক্ষণিক অভিনয়, ধারাবাহিক গল্প বলা, রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের ইনডোর গেম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে এই সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন হয়ে আসছে। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।